২৬তম বিসিএস পরীক্ষা : বাংলাদেশ বিষয়াবলি / 26th BCS Exam : Bangladesh


http://www.careerzone24.com/2019/05/26th-bcs-exam-bangladesh.html
বাংলাদেশের জাতীয় বিষয়াবলি
১. চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: চাণক্য, যার ছদ্মনাম কৌটিল্য
২. কোটিল্য রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি?
উত্তর: অথশাস্ত্র
৩. পরিব্রাজক ফা-হিয়েন বাংলায় আসেন কখন?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর শাসন আমলে
৪. সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি?
উত্তর: মির্জা মোহাম্মদ
৫. পূব বাংলা ভাষা কমিটি’র নেতা ছিলেন কে?
উত্তর: মাওলানা আকবর খাঁ
৬. ২১ ফেব্রুয়ারিকে ইউনেস্কো আর্ন্তজাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে?
উত্তর: ১৭ নভেম্বর, ১৯৯১
৭. বাংলাকে আরবি হরফে প্রচলন করার উদ্যোগ গ্রহন করেছিলেন কে?
উত্তর: খাজা নাজিমুদ্দিন
৮. গণ অভ্যুত্থান দিবস পালিত হয় কখন?
উত্তর: ২৪ জানুয়ারি
৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূব বাংলার নতুন নামকরণ ‘বাংলাদেশ’ করেন কখন?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯
১০. বাংলাদেশ ছাড়া আর যে দেশের স্বাধীনতার ঘোষনাপত্র রয়েছে?
উত্তর: যুক্তরাষ্ট্র
১১. জাতীয় সংগীতের প্রথম ইংরেজি অনুবাদক কে?
উত্তর: সৈয়দ আলী আহসান

বাংলাদেশের কৃষিজ সম্পদ
১. বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান চাষ করা হয় আবাদী জমির প্রায় কত ভাগ?
উত্তর: ৭০ ভাগ জমি
২. পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন কে?
উত্তর: ড. মাকসুদুল আলম
৩. সবচেয়ে বেশি তুলা উৎপাদিত হয় কোথায়?
উত্তর: যশোর
৪. বাংলাদেশে কৃষি দিবস কবে?
উত্তর: ১ অগ্রহায়ণ
৫. বাংলাদেশের একমাত্র মৎস গবেষণা ইনস্টিটিউট কোথায়?
উত্তর: ময়মনসিংহ
বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, উপজাতি
১. অথনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত?
উত্তর: ১.৩৭%
২. কখন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়?
উত্তর: ১৯৭১ সালে
৩. স্বাধীন বাংলাদেশে এ পযর্ন্ত আদমশুমারি হয় কতবার?
উত্তর: ৫ বার
৪. বাংলাদেশের
ঢাকা জেলায় সবচেয়ে বেশি ও বান্দরবান জেলায় সবচেয়ে কম লোক বাস করে
৫. গারোদের ধর্মের নাম কি?
উত্তর: সাংসারেক
৬. গারোদের ভাষার নাম কি?
উত্তর: মান্দি
৭. বাংলাদেশের একমাত্র মুসলমান উপজাতির নাম কি?
উত্তর: পাঙন, মৌলভীবাজার
৮. কোথায় খাসিয়া ও মনিপুরীরা বাস করে?
উত্তর: সিলেটে
বাংলাদেশের অথনীতি
১. বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয় কবে?
উত্তর: ১ জুলাই, ২০১৫
২. উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কথন?
উত্তর: মোঘল আমলে
৩. জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি?
উত্তর: জাইকা
৪. বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে?
উত্তর: যুক্তরাষ্ট্রে
৫. বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ?
উত্তর: চীন
৬. ‘বেইল আউট’ শব্দটি জড়িত কিসের সাথে?
উত্তর: অথর্নীতিতে
৭.
HR-1642 জরুরি অবস্থা মোকাবেলার জন্য বাংলাদেশকে নি:শত অথ সাহায্যের জন্য মার্কিন কংগ্রেসের অথ বিল
৮. উলসী সারথী প্রকল্পের উদ্দেশ্য-
উত্তর: কৃষি উৎপাদন বৃদ্ধি করে খাদ্য স্বয়ংসম্পূনর্তা অজন
৯. সরকার গৃহীত ADP’র মেয়াদ কত বছর?
উত্তর: ১ বছর
১০. বার্ষিক উন্নয়ন কমসূচির তত্ত্বাবধান করে কোন মন্ত্রনালয়?
উত্তর: পরিকল্পনা

বাংলাদেশের শিল্প ও বানিজ্য
১. ডিম্যাট কি?
উত্তর: শেয়ার লেনদেনের ইলেক্ট্রনিক প্রক্রিয়া
২. কাগজ তৈরির সবশেষ উদ্ভাবিত উপাদান কি?
উত্তর: সবুজ পাট
৩. বাংলাদেশে সার কারখানা কয়টি?
উত্তর: ৮টি (সরকারি)
৪. প্রথম কাগজকল স্থাপিত হয় কখন?
উত্তর: ১৯৫৩ সালে
৫. BITAC কি?
উত্তর: শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র
৬. ট্রেড ইউনিয়ন কি?
উত্তর: শ্রমিক সংগঠন
৭. সাভারে রানা প্লাজা ধসে পড়ে কত তারিখে?
উত্তর: ২৪ এপ্রিল ২০১৩
৮. বাংলাদেশে বানিজ্য ঘাটতি বেশি কার সাথে?
উত্তর: ভারতের সাথে
৯. ইউনাইটেড ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের বতমান নাম কি?
উত্তর: জনতা ব্যাংক লিমিটেড
বাংলাদেশের সংবিধান
১. সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন বিধান কে বলেছেন?
উত্তর: এরিস্টটল
২. লিখিত সংবিধান নেই কোন দেশসমূহে?
উত্তর: বৃটেন, স্পেন, সৌদি আরব ও নিউজিল্যান্ড
৩. বাংলাদেশের সরকার পদ্ধতি কোন ধরনের?
উত্তর: সংসদীয় ও এককেন্দ্রীক
৪. মৌলিক অধিকার লঙ্ঘন হলে মামলা করার ক্ষমতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তর: ১০২ (২) অনুচ্ছেদে
৫. চিন্তা, বিবেকের ও বাকস্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তর: ৩৯ অনুচ্ছেদে
৬. বাংলাদেশের সংবিধান এ পযর্ন্ত সংশোধনী কতটি হয়েছে?
উত্তর: ১৭
বাংলাদেশের সরকার ব্যবস্থা
১. সংসদে ‘কাস্টিং ভোট’ বলা হয়--
উত্তর: স্পিকারের ভোটকে
২. সরকারের সর্বাপেক্ষা শক্তিশালী ও গুরুর্ত্বপূন বিভাগ কোনটি?
উত্তর: শাসন বিভাগ
৩. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোট গঠনের কথা উল্লেথ আছে?
উত্তর: ৯৪ নং অনুচ্ছেদে
৪. সংবিধানে ৯৫ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন?
উত্তর: রাষ্ট্রপতি
৫. আইন প্রণয়নের জন্য সংসদে উত্থাপিত আইনের খসড়াকে কি বলে?
উত্তর: বিল
৬. রাষ্ট্রপতির নিকট প্রেরিত বিলে সম্মতি দেন কত দিনের মধ্যে?
উত্তর: ১৫ দিন
৭. আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন জাতীয় সংসদে পাস হয় কখন?
উত্তর: ৯ এপ্রিল, ২০০২
৮. সবচেয়ে বেশি ঢাকা বিভাগে জেলা কয়টি, কম সিলেট ও ময়মনসিংহ বিভাগে জেলা কয়টি?
উত্তর: ১৩টি, ৪টি, ৪টি
বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা
১. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলকে কি বলা হয়?
উত্তর: বিকল্প সরকার
২. বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে রাষ্ট্রপতি হতে হলে কি ত্যাগ করতে হয়?
উত্তর: দলীয় পদ
৩. সরকারি কাঠামোর বাইরে সরকারি নীতি গ্রহণ, পরিচালনা ও নির্ধারনে প্রভাব সৃষ্টি চেষ্টাকারী স্বেচ্ছামূলক সংগঠন গোষ্ঠী কোনটি?
উত্তর: চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
৪. প্রতিষ্ঠাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি কে ছিলেন?
উত্তর: মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
৫. সুশীল সমাজ কাজ করে--
উত্তর: চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে

বাংলাদেশের স্থাপনা, ব্যক্তিত্ব, পুরস্কার, খেলাধুলা
১. ভাষা মতিন নামে পরিচিত ভাষা সৈনিক কে?
উত্তর: আব্দুল মতিন
২. ‘বাংলাপিডিয়া’ প্রকাশ করে কোন প্রতিষ্টান?
উত্তর: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
৩. ICDDRB কোথায় অবস্থিত?
উত্তর: মহাখালীতে
৪. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি?
উত্তর: স্বাধীনতা পুরস্কার
৫. বিশ্ব খাদ্য পুরস্কার ২০১০ লাভ করেন কে?
উত্তর: স্যার ফজলে হাসান আবেদ
৬. প্রথম বাংলাদেশী গ্রান্ড মাস্টার কে?
উত্তর: নিয়াজ মোরশেদ
৭. বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কবে থেকে শুরু হয়?
উত্তর: ১৯৯৯ সাল
৮. ‘সূর্যের হাসি’ ও ‘রংধনু’ কি?
উত্তর: পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক
Previous Post Next Post