Bank Exam Preparation Priliminary / ব্যাংক পরীক্ষা প্রস্তুতি প্রিলিমিনারি

ব্যাংকসমূহের প্রিলিমিনারি পরীক্ষাসমূহ ১০০ থেকে ৮০ নম্বরের হয়ে থাকে। তবে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংকসমূহের প্রথমে ১০০ নম্বরের প্রিলি, দ্বিতীয়তে ২০০ নম্বরের লিখিত, সর্বশেষে ২৫ নম্বরের ভাইভা পরীক্ষা হয়ে থাকে।

প্রিলিমিনারি পরীক্ষা বিষয় ভিত্তিক নম্বর (নিম্নোক্ত নম্বর বন্টন পরিবর্তনযোগ্য):
১) বাংলায় ২০ নম্বর
২) ইংরেজিতে ২৫ নম্বর
৩) গনিতে ৩০ নম্বর
৪) সাধারণ জ্ঞানে ১৫ নম্বর
৫) কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে ১০ নম্বর


ইংরেজির বিষয়বস্তু: English have two types: One is Vocabulary Base, another is Grammar Base
Vocabulary Topics are: Antonyms, Synonyms, Analogy, Odd man out, One word substitution, Replacing underline word, Group Verb, Spelling, Sentence Completion, Idioms and Phrase and Appropriate preposition.
Grammar Topics are: Fill in the Blanks, Correction Sentence Choice, Rearrange Sentence, Sentence Correction and Error Finding.

গনিতের বিষয়বস্তু: গনিতের প্রস্তুতির জন্য সপ্তম থেকে দশম শ্রেনির গনিতের বই ভালোভাবে অনুশীলন করলে চলবে।
পটিগনিত: সুদকষা, লাভ-ক্ষতি, শতকরা, বয়স, নল ও চৌবাচ্চা, সময় ও কাজ, অনপতও সমানুপাত, পরিমাপ, গড়, একক, সময় ও দুবত্ব, অংশীদারি, ভাজ্য, মিশ্র ও দ্র্রবণ, বিন্যাস ও সমাবেশ।
বীজগনিত: সূচক, লগারিদম, সমীকরণ, বীজগনিতের রাশিমালা, সিরিজ ও সেট।
জ্যামিতি: স্থানঙ্ক ও দুরত্ব, চতুর্ভূজ, বহুভুজ ও ত্রিভুজ।

বাংলার বিষয়বস্তু: কারক ও বিভক্তি, সমাস, ভাষা, ধ্বনি, বর্ণ, শব্দের প্রকারভেদ, বচন, সন্ধি বিচ্ছেদ, বাগধারা, বাক্য, লিঙ্গান্তর, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পরিভাষা, বানান শুদ্ধি, শব্দের প্রয়োগ, প্রবাদ প্রবচন।
সাধারন জ্ঞান: স্থায়ী তথা বা ঘটনা, সাম্প্রতিক ঘটনা, সমসাময়িক, রাজনীতি, সমাজ, পরিবেশ, নির্বাচন, খেলাধুলা, পুরস্কার, অর্থনীতি, সমীক্ষা, মাথাপিছু আয়, ব্যাংক, মুদ্রা, জাতিসংঘ,  বিশ্ব সংস্থা, অর্থনৈতিক ও ব্যবসায়িক চুক্তি, ইতিহাস।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি: কম্পিউটারের ইতিহাস, প্রকারভেদ, গঠন, ক্রমবিকাশ, অপারেটিং সিস্টেম, ডাটাবেজ, সফটওয়্যার, গেইট, সেলুলার ফোন, ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং, ই-কমার্স, ই-মেইল, ইউটিলিটি প্রোগ্রাম, সামজিক যোগাযোগ, এমএস অফিস।

Post a Comment

Previous Post Next Post